আনোয়ার শাহ হুজুরের মৃত্যুতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, কিশোরগঞ্জ পৌর শাখার শোক প্রকাশ

দেশের প্রখ্যাত আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । তিনি বিকাল ৫টার কিছু পরে ধানমন্ডির সংকরস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কিশোরগঞ্জ, পৌর শাখা। সন্ধ্যায় এক শোক বার্তায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক মঈনুল কবীর তপু, আযহার আলী আনোয়ার শাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্নার মাগফিরাত কামনা করেন।